* চরফরাদী চরের বুকে আজও বহমান    
       সচ্ছ জলের নরসুন্দা নদী,        
প্রকৃতির লীলায় সবুজের খেলায়        
  পূবালী বাতাসে এক শান্ত নিরবধি।
স্বনামধন্য কিশোরগঞ্জ জেলার      
         পাকুন্দীয়া থানায়                  
অযত্নে পরে আছে ঈশাঁখার স্থপতি দুর্গ,
এগারসিন্দুর ছিল ঈশাখাঁর স্বপ্নগাঁথা      
        আর রাজ্য প্রজাদের স্বর্গ।  
এগারসিন্দুর পূর্ব প্রচ্ছ্যেদে অবস্থিত      
          শিক্ষিত এক গ্রাম,            
পাকুন্দীয়া থানায় আজও গৌরব      
       হোসেন্দী তাহার নাম।              
পশ্চিম পাড়ে বহমানা নরসুন্দার তীর      
    তার কেন্দ্র  চরে চরফরাদী ঠাঁই      
সবজি উৎপাদনে কৃষাণ কৃষাণির নীড়।
     উত্তর দিগন্তে জেলা সদর        
     ঐত্যিহাসিক শোলাকিয়ার মাঠ,      
দক্ষিণ প্রান্তে অবস্থান মঠখোলার মঠ,    
হিন্দু ধর্মালম্বীদের এক পবিত্রতার ঘাট।
      ঈশাখার স্বপ্ন ছিল এগারসিন্দুর
        তাতেভেবুদ রাজার গল্প,          
আমার জন্ম আমি স্বার্থত্যাগে হোসন্দীতে  
         আর বুদ্ধি সুদ্ধিতে অল্প।