* আজকাল নীরবতা মিশে মাতৃপ্রেমে  
          ক্ষুন্নিবৃত্তি হয় আশা,            
  বিদ্রোহী স্বরে চেতনা ধরে              
       মিঠাতে ভালবাসা।                  
জগত ভূ-খন্ডিত,আমীর, ফকির, দন্ডিত
      ধূলিতে লুটিয়ে শির,                  
চোখে মুখে বেঁধে কাপরের পট্টি      
      নাস্তিকেরা ছুঁড়ে তীর।                  
সত্য মিথ্যে এই কাফেলায়              
        মিথ্যের হয় জয়,                  
ডুবিছে রবি নিরবে কবি                
     আক্ষেপে কথা কই।                      
নিদ নাহি চোখে ব্যাথা লয়ে বুকে        
       এপাশ ওপাশ হাঁটি,                    
স্তব্ধ ভোরে মুয়াজ্জিনের সুরে            
      ধুলিতে বিছিয়ে পাঁটি।                  
শির নত করে সিজদায় পরে পরে    
         মুক্তিতে প্রভু ডাকি,                
তুমি শান্তি ফেরাও এই বঙ্গে                
   পীর অলিদের ঘামের সংঙ্গে              
    যেন শান্তিতে মোরা থাকি?            
তাইতো প্রভু ফরিয়াদ করে বরাবর    
         তোমায় শুধু ডাকি।