* সবি যেন পাল্টে গেছে তিস্তার পানি ওল্টে এসে                        
বাংলাদেশকে দিয়ে গেল বন্যা,          
যেন সাঁজের বেলায়, তামাশা খেলায়            
       বিভীষিকাময় কন্যা।                          
আজি পদ্মা মেঘনা, যমুনা,করতোয়া
  ভরাডুবি পানিতে  থই থই,                                      
চৈত্র এলে চাষের জমি লাঙ্গল থামি                
      পানির অভাবে শুকিয়ে মরে      
বাংলাদেশের সম্ভাবনার ফসল।                      
তখন পানি জোয়ার, লুকিয়ে দুয়ার            
     পালিয়ে বেড়াই কই?                          
আজি পদ্মা মেঘনা,যমুনা, করতোয়া            
    পানিতে ডুবে করছে থই থই।                
এখন কেন পানিতে বন্দী বাংলার মানুষ    
   দুরাশা লয়ে প্রশ্ন রাখে মন                        
   তখন পানি থাকে কই?                            
তবে আজকে কেন মৌনতা কাঁদিয়ে পানি
     বাংলা জুড়ে করছে থই থই,              
প্রয়োজন সাপেক্ষে জনতার সুখের বিপক্ষে  
    তখন পানি চলে যাই কই?                  
তবে আজকে কেন মৌনতা কাঁদিয়ে উত্তাল পানি   বাংলা জুড়ে করছে থই থই?