ভীরুর দেশে অবস্থান  আমার

      ঐক্যের নেই তাল,              

আজি হারিয়ে গেছে মুক্ত মঞ্চের

    বহিরঙ্গের সংগ্রামী ঢাল।      

বীর পুরুষের বেশে,আজকে ভীরুর দেশে                    

      বীরত্বের নেই প্রকাশ,      

আমি অমানুষ নই,সত্যের চাহি জয়।                                  

যেন সাহসী হুঙ্কারে,              

       জয় জয়কার উল্লাস।    

নিজের চিন্তা দ্বারা উদ্ভাসিত আমি                                

    রাগি নয়,ত্যাগি হয়ে,          

নিজের কল্যাণে চাই না সুখ

বাচিতে চাহি চেতনা শক্তি লয়ে।

দেশ আমার, জাতি আমার        

     যশ-খ্যাতি নয় বড়,              

হয়তো রাতের অল্প বাকী তবু

  নিদ্রা থেকে মুক্তি রেখা দৃঢ়।      

আমি উষ্ণ, আমি জীবন্ত        

   আমি বিক্ষিপ্ত এক যোদ্ধা,      

স্বরণ করি প্রভু তোমায়          

তুমি সর্ব  জ্ঞানের জ্ঞান বোদ্ধা।

প্রভুর আবিষ্কৃত সৈনিক আমি    

  মানি না মিথ্যের গড়া আইন,    

তাই ভীরুর দেশে লিখে যাবো আমি                                

   সততা আদর্শে গড়া লাইন।

আজি আমি সিক্ত, জালীমেরা ক্ষীপ্ত                                

    মিথ্যে গড়ার লক্ষ্যে,              

আমি ভীরুর দেশের সৈনিক হবো

    এই বঙ্গ মাতিয়ে ঐক্যে।