* তন্দ্রাছন্দে সুগম্ভীর পথে ভালবাসা কুড়াতে
   আমি পাগল বেশে ভঙ্গিমায় হেসে            
   ঝিরি ঝিরি হাওয়ার তালে দুলি,          
   মেঘাচ্ছন্ন জিবন রথে,অল্প কিরনে,
  নাজেহাল হতে                                                            
   আজ সময় পুড়িয়ে,মস্তিষ্ক মুড়িয়ে  
   হতাশগ্রস্তে নষ্ট মাথার কুলি।                
   দেখি মৃত্তিকা ঘাসে, নাগমনি ফুল হাসে
   ঝোপঝাড়ে বারিধারে                    
   দেবদারু বৃক্ষে,কলমি লতার বাস,            
   অমূল্য রতন,করিয়া যতন,নির্গমে আত্মা  
   সুঘ্রাণে পাই,পঁচা গন্ধের লাশ।          
   অসুরক্ষিত এই মানব দেহে লুকিয়ে আছে
   নির্মমতায় স্পাইডার ঝালে ক্ষত,            
   ঝুলন্ত দেহ বিষাদের কব্জায় প্যাচপেচে            
   তবু এটা আত্মহত্যা নহে,দুর্গমে ব্যাথা সহে
   জিবন্ত লাশে ব্যাকটেরিয়ালে অবিরত।        
   ক্ষণে ক্ষণে পঁচা লাশের গন্ধ বেরুই              
   সেটা সিস্টেমে বিলুপ্ত ,                        
   এটা আমার লাশ জিবন্ত লাশ                
নিঃশ্বাসে প্রাণঘাতি,ঘন ঘন ভাইরালে লিপ্ত।                      
   আমার উজ্জীবিত,সবুজ মৌন আজ
   নিউক্লিয়ারের গোত্র,                            
   যে যাই বলুক এটা আমার লাশ                  
   পঁচা গন্ধে বারোমাস                            
   যেটা বিরহের পঁচা গন্ধে বিস্পোরনের মাত্রায়
   যৌবনকণ্টক সুত্র।