একদিন ভালবাসার দুয়ার খুলে রমণী আসবে
প্রতীক্ষার ভেঙ্গে দিবে অবসান,              
সেদিন,কবির জিবনে আবার আসবে ফাগুন
ভুলে গিয়ে সব অভিমান।                
একদিন,ভালবাসার দুয়ার খুলে রমণী মুচকি হেসে                                                
  আসবেই আসবে,কবির সঞ্চিত দুয়ারে,
  যেমনটা বৃক্ষে ফলের মুকুল।                  
  তার সুবাদে,অরণ্যে ছেয়ে যাবে পুষ্প কলি      
  গন্ধে মাতাবে ভুবন জয়ী,সুরভিত ঘ্রাণে  
  শিউলি,চামেলি,সন্ধ্যামালতী বকুল।    
  সেদিন,এ বাগিচায় ভ্রমর আসবে মধুর টানে
  পাপড়ি কুঞ্জবিতান ,                      
  সেদিন,ঠিক তুমিও আসবে রমণী আমারি বুকে
  ভুলিয়া সকল ঈর্ষা,অভিমান।                
  আজকে আমি সর্বহারা,দেউলিয়া মোর জগতবাস                                          
  শিহরিত অঙ্গে,                                
  তাই কাটছে প্রহর মুমুর্ষ শয্যায়,বিষাদের কব্জায়                                          
  প্রেমপ্রীতি,তপস্যার সংঙ্গে।                      
  তবু প্রতীক্ষায় মৌন,ফের বাঁধে আশা      
  যেখানে আলোকিত হয়ে গচ্ছিত আছে          
  মোর পবিত্র ভালবাসা।                  
  একদিন সেই বাসনায়,প্রেমো কামনায়
  রমনী,কবির দুয়ারে আসবে                
  শুভদৃষ্টিতে কবির চোখে চোখ রাখিয়া রমণী  
  আনন্দোৎসবে ভাসবে।                          
  আজ তীক্ষ্ণলৌহ প্রতীক্ষা বলছে  তুমুল অবসান ঘটিয়ে                                                    
  আসছে,তুমি থাকিয়ে দেখো, রমণী,                          
  আনন্দে গগনতটে রঙ ছড়াচ্ছে , বাতয়নে খুশি ঝাড়াচ্ছে                                                  
  যেনো,বিধাতার সৃষ্টি,স্বর্গ সুখের কামিনী।        
  আজ সকল তুমুল অবসান ঘটিয়ে ফের
  আসছে দেখো,চিরচেনা সেই তরুনী।