আজো সন্ধ্যা আসে জোনাকীর বাতি জ্বেলে।
আজো মন্দ বাতাসে বারে বারে দ্বার খোলে।
আজো চমকে উঠি বকুল মালার ঘ্রাণে
কে যেন আমার মিশে আছে মরা প্রানে।
আজো আঙিনায় ভরে আছে ফুলে ফুলে।
আজো সন্ধ্যা আসে তারকার আলো জ্বেলে।


কালো কালো সেই এলোমেলো কেশরাজি
ছলো ছলো চোখে টলোমলো কারসাজি ।
গাল ভরা হাসি অধরে আজানা নেশা
ভূলতে পারিনি সেদিনের ভালোবাসা।
বোল-বোলা সুরে দিন গুলো গেল মজি
কতো দিন গেল, তোমাকেই আজো খুজি ।