পুরুষ আমি জগৎ বিজয়ী স্রষ্টার পালোয়ান
মনে-প্রাণে করেছ আমায় সব থেকে বলিয়ান।
আমার গতরে ঘামের গন্ধ, চরণে ধূলার দাগ
আমারও আছে প্রেম ভরা বুক মন ভরা অনুরাগ।
আমিই এনেছি যুগ-যুগ ধরে বার-বার স্বাধীনতা
আমিই হয়েছি বহুকাল ধরে কতোনা জাতির পিতা।
আমার কবরে অথবা চিতায় অঝরে পরেছে ফুল
আমিই ছিলাম রবীন্দ্রনাথ বিদ্রহী নজরুল।
আমার আঙুলি হেলানে কত রাজ্য হয়েছে জয়
আমার রূপেই কতোনা নবী ছিল এ বিশ্বময়।
আমার আশিষে ললনার ভাল সিদুঁরে হয়েছে লাল
আমার বিদায়ে বিধবার চোখ ভেজালাম কত কাল!
সারাদিন আমি ছোটাছুটি করি বুক ভরা আশা নিয়ে
কতবার আমি প্রবাসে গেলাম দূর দেশ পারি দিয়ে!
কষ্টে কষ্টে জীবন আমার নিঃশেষ হয়ে যায়,
গাধার মত বেঁচে আছি যেন মাঝে মাঝে মনে হয়।
এমনি করেই কেটে যায় দিন কেটে গেল কত কাল!
তবুও বাঁচার আশা মনের হয়না অন্তরাল।