ঐযে সময় যায়রে খোকা
আয়রে ঘরে আয়;
একা ঘরে কাঁদছে বসে
তোর দুঃখিনী মায়।
আয়রে ঘরে আয়রে খোকা
আষাঢ়, শ্রাবণ গেলো
চিংড়ি মাছের কোপ্তা আছে
তুইনা বাসিস ভালো?
ভাদ্র,আশ্বিণ তা-ও গেলো
কোথায় গেলি খোকা,
একলা ঘরে কাঁদছে বসে
তোর জননী একা।
কার্তিক মাসের নতুন ধানে
খৈ ভেজেছি আয়,
অগ্রহায়ন আর দেরী নেই
দিন ফুরিয়ে যায়।
ওরে খোকা কোথায় গেলি,
বধির হলি নাকি?
কোলে আমার আয়রে খোকা
ভিখারিনী ডাকি।
পৌষ ফুরালো মাঘ ফুরালো
রসের পিঠা গেলো,
কেঁদে-কেঁদে তোর জননীর
গেলো চোখের আলো।
ঢের বুঝেছি, থাকলে খোকা
শুনতো আমার ডাক।
এই ফাগুনে বোবা কোকিল
অশান্ত দাড়-কাক।
চৈত্র,বৈশাখ,জৈষ্ঠ গেলো
আয়রে খোকা আয়,
মরে গেলেও জ্বলবে আগুন
আমার কলিজায়।