আমার একটা ঘর দরকার,
ঘরের মধ্যে সুখ থাকবে,
কষ্ট থাকবে,
খুনসুটি আর প্রেম থাকবে
আমার একটা ঘর দরকার।


ঘরের মধ্যে হাঁটবো আমি,
গাইবো আমি।
আমার গানের শ্রোতা থাকবে,
ঠোঁটের মধ্যে আদর থাকবে,
বুকের বামে ডিপডিপ এক আওয়াজ থাকবে।
আমার একটা ঘর দরকার।


ঘরের মধ্যে পোষা একটা বেড়াল থাকবে,
বেড়ালটাকে আদর দেবো
দুধ মেখে ভাত খাওয়াবো।
একটুখানি ভুল করলে
গলার স্বরে আওয়াজ তুলে
চোখের ভেতর রাগ আনবো।
একটু পরেই রাগ পরলে
আমার সাথে ঘুম পাড়াবো।
আমার একটা ঘর দরকার।


ঘরের উপর ছাদ থাকবে,
ছাদের মধ্যে চেয়ার থাকবে
চেয়ারের উপর প্রিয়জনের ছবি থাকবে।
ছবি দেখে কষ্ট পাবো
মাঝেমাঝেই স্মৃতির জলে ডুব মারবো।
হাসবো খেলবো গাইবো তখন
একটু খানি চুমো খাবো।
আমার একটা ঘর দরকার।


ইচ্ছে করে হারিয়ে যাবো
ঘরের চোখের আড়াল হবো,
তখন আমার ডাক পরবে
আমার তখন খোঁজ করবে।
খুঁজে পেয়ে প্রশ্ন করবে-
কেমন আছো?
কোথায় ছিলে?
কি খেয়েছ?
চেহারা কেমন শুকিয়ে গেছে?
আমি তখন মুচকি হাসবো।
বেড়ালটাকে খোঁজ করবো,
আমার একটা ঘর দরকার।


প্রকাশ : রংপেনসিল ম্যাগাজিন
জুন ২০১৪