নীল আকাশে মেঘেরা জাল বুনেছে,
কোলাব্যাঙে ছেয়ে গেছে আমার উঠোন,
অদ্ভুত গলায় গান করে ব্যাঙগুলো।
প্রায়ই বেড়ালের মত গুটিগুটি পায়ে
চুপিচুপি ব্যাঙগুলোর কাছে গিয়ে দাঁড়াই,
শুনি তাদের অদ্ভুত আকুতি,


"আয় বৃষ্টি ঝেপে
ধান দেবো মেপে,
একটু খনি ঝরে পর
আদর দেবো গালে তোর।"


আমিও বৃষ্টির অপেক্ষায় থাকি ব্যাঙগুলোর মত,
তাদের সুরে, সুর মেলাই।
একসময় অন্তরীক্ষ তার অন্তরের সমস্ত জল
ঢেলে দেয় প্রকৃতির বুকে।
আমি ভিজি, ব্যাঙগুলো ভিজে, প্রকৃতি ভিজে।
আমি, ব্যাঙ আমরা সবাই খুঁজে পাই
একধরনের সুখবেহেস্তি অনুভূতি।


প্রায়ই এক রমণী আমার উঠোনে এসে দাঁড়ায়,
পরনে নীল রঙের শাড়ি, কপালে নীল টিপ, হাতে নীল চুড়ি।
বর্ষার ধারায় ভিজে ভিজে গান গায়।
আমি বিস্ময়কর দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকি,
হয়তো আমার মত ব্যাঙগুলোও..


বৃষ্টির প্রতিটি ফোঁটাই রমণীর মত মুগ্ধতায় ভরা।
সিক্ততার ঘ্রাণ পেতে আমার হাত বাড়িয়ে দেই,
বৃষ্টির প্রতিটি ফোঁটায় ফোঁটায় খুঁজে পাই
আমার হারানো যৌবন।


বর্ষার আয়োজন
২৭জুন ২০১৪