আলোর মধ্যে বসে থেকে থেকে,
হঠাৎ করেই চেয়ে দেখি
অন্ধকার নেমে এসেছে,
কেনো জানি অন্ধকারকে এখন আর ভয় পাই না ।
ভালইতো লাগছে;
অনেক দিন অন্ধকারের মুখ দেখা হয়না
ভাবছি বেশ কিছুদিন অন্ধকারে নিজেকে লুকিয়ে রখবো
অনেক দিন ধরেই আমার খুব ইচ্ছে
অন্ধকারের মানুষগুলোকে দেখার,
আজ হঠাৎ করেই সুযোগ এসে গেছে,
আমার ইচ্ছে পুরনের ,
অনেক কিছুতেই অভিজ্ঞতা আছে আমার,
কাঁধে লাশ বইবার অভিজ্ঞতা,
একটি শিশুর ক্রন্দন দেখে
সেই ক্রন্দন থামানোর অভিজ্ঞতা,
জীবনকে মৃত্যুর মুখ থেকে বাচিয়ে আনার  অভিজ্ঞতা,
কষ্ট চেপে বেচে থাকার অভিজ্ঞতা,
চোখের জল লুকিয়ে ফেলার অভিজ্ঞতা আছে,
স্বপ্ন নিয়ে বেচে থাকার অভিজ্ঞতা আছে,
হাও মাও করে কান্নার অভিজ্ঞতা আছে,
আছে মা বাবার বকুনি ও মার খাওয়ার অভিজ্ঞতা,
ভালবাসার মানুষের জন্য অপেক্ষা করার অভিজ্ঞতা,
কোন একজন মানুষকে ভালবাসার
অভিজ্ঞতা,
আছে সেই মানুষটিকে কষ্ট দেয়ার
অভিজ্ঞতা,
আবার তাকে হরিয়ে ফেলার অভিজ্ঞতাও আছে,
এবং শেষ পর্যন্ত তাকে ভুলতে না পারার অভিজ্ঞতা আছে,
আজ নেমেছি অন্ধকারের
অভিজ্ঞতা অর্জন করার জন্য
অভিজ্ঞতা মানুষকে অনেক দূর পর্যন্ত
নিয়ে যেতে পারে ।