তোমার অবোধ হৃদয়ে নিবেশন করতে চেয়েছিলাম
আমার অমিত ভালোবাসা
তুমি বোঝনি,
অতঃপর তুমিও কেঁদেছ
আমিও কেঁদেছি।


আমাদের ভালোবাসা অঙ্কুরিত হওয়ার আগেই-
নাশ করে দিয়েছ!
তুমি বোঝনি,
অতঃপর তুমিও কেঁদেছ
আমিও কেঁদেছি।


অভিন্যস্ত অভিনিবেশে মহাকাশ শাসন করতে চেয়েছ,
শেষ পর্যন্ত পারনি।
তুমি বোঝনি,
অতঃপর তুমিও কেঁদেছ
আমিও কেঁদেছি।


সাতরঙা অন্তরীক্ষ তোমার অন্তর,
নেশায় অভিভূত থাক সর্বদা
আমার হাত বাড়িয়ে রাখতাম
তোমার অন্তরীক্ষের এক পশলা বৃষ্টির আশায়।
তুমি বোঝনি,
অতঃপর তুমিও কেঁদেছ
আমিও কেঁদেছি।


নিঃস্বার্থ ভাবে পথ হাঁটা
পবিত্র ঘাসের ডগায় শিশির ফোঁটা,
আমার নিষ্প্রাণ আঙুল স্পর্শ করতেই
বুকের গভিরে শিহরণ জাগে,
ভেবেছিলাম তুমি সেই পবিত্র শিশির,
আমার বুকের গভিরে তোমার শিহরণ।
শেষ পর্যন্ত ও তুমি  বোঝনি,
অতঃপর তুমিও কেঁদেছ
আমিও কেঁদেছি।


প্রকাশ : বাংলার সকাল