আমি কোন পেশাদার কবি নই বা কখনো কোন পেশাদার কবির সান্নিধ্য পাইনি। তাই কিভাবে কবিতা লিখলে মানের দিক থেকে ভালো হয় আমি জানিনা।


অনেক কে দেখি অনেক দুর্বোধ্য শব্দরাশি দিয়ে কবিতা লিখেন। আবার কেউ সহজ সরল ভাষায় কবিতা লিখেন যা সবার কাছে বোধগম্য।
আবার কেউ গল্পের মত করে মনের আকুতি সবার কাছে জাহির করে।


আমার প্রশ্ন হল কবিতা লিখার ক্ষেত্রে কোন পথটা বেছে নেওয়া উচিৎ?


কোন পথে লিখলে অধিক মানসম্পন্ন কবিতা হয়?


কেউ আমার এ বিষয়টা অন্যভাবে নিবেন না। আমার জানতে ইচ্ছে হল তাই।