সুকান্তের ভাষায় "এদেশের বুকে আঠারো আসুক নেমে"
তবুও কোনো এক intro তেই, এক আঠারো গেলো থেমে।
দিনের পর দিন এভাবেই কত আঠারো হচ্ছে স্তব্ধ
রাতের ভেজা বালিশ সাক্ষী গর্ভহারা মায়ের বুকফাটা শব্দর।
মাসের পর মাস কেটে যায়, পায়ে ফোস্কা পড়ে ন্যায় বিচার প্রার্থীর
বছরের পর বছর বাড়তেই থাকে আততায়ীর আর্তি।
শিক্ষা প্রাঙ্গণ শুধু শিক্ষারই প্রাঙ্গণ এমনটা যে নয়
এখানে আজকাল মিশে থাকে চিহ্নিত হওয়ার ভয়।
আঠারোর যে সাহস থাকে, থাকে তার যে গুন
সেই সাহসকে গুঁড়িয়ে ফেলছে, ধরিয়ে দিচ্ছে ঘুন।
আঠারো আসে নতুন জীবনে নিয়ে নতুন আশা
আঠারো পেরোয় কঠিন পথ জীবনে জমে হতাশা।
Intro নামের নোংরামি টা নামেই intro শুধু
অগোচরে তার লুকিয়ে থাকে ragging মরুর ধুধু।
আঠারো জানে না এতকিছু, সেতো জীবন জোয়ারে ভরা
ধীরে ধীরে এই আঠারো থিতোয়, হয়ে পড়ে মনমরা।
এই আঠারো বারবার বাঁধে নতুন আশায় বুক
তবু চেনা বর্বরতায় হয়ে পড়ে এরা মূক।
শুধু কি শরীর! মনটাও যে গুমরে গুমরে মরে
আগে আঠারোর মনটা মরে, লাশ টা অনেক পরে।
এমন কিসের আনন্দ ভোগ যে এটা করেছে রপ্ত
আঠারোর এই জীবন করে যেটা অভিশপ্ত?
কতদিন আর চলবে এসব? আর কত হবে বলি?
কটা প্রাণ গেলে বন্ধ হবে নোংরামির এই গলি?
থেমে গেছে আজ অনেক কলম, মসি হারিয়েছে নিব
ডুবে গেছে আজ মৃত্যু নদে কত না স্বপ্নদ্বীপ।
আরও কত যে স্বপ্নের দ্বীপ মিশেছে মৃত্যু তটে
প্রতিনিয়তই কত আঠারোর সাথে এই সব ঘটে।
চাইছি এবার এসব বন্ধ হোক আর এবার যাক থেমে
সুকান্তের ভাষায় আবার "এদেশের বুকে আঠারো আসুক নেমে"।।