গাড়ি চলছে একটা পথ শুয়ে আছে বুক ভর্তি টায়ারের ক্ষত নিয়ে - না কোন চিৎকার নেই ; হাহাকার নেই।


টকটকে লাল সূর্য অমলেটের মতো ক্ষুধা বাড়ায়।
ঠান্ডা বাতাসে দূষিত ধোঁয়া - ফুসফুস খেয়ে ফেলছে,
দানবের মতো দূষিত শহর মৃত্যুর অপেক্ষায়।


শহরের পথে গাড়িটা আটকে আছে -
পথের বাঁকে ময়লার স্তূপ - কয়েকটা কাক  বসে আছে; দু'টো কুকুর শুয়ে আছে।


দাঁড়িয়ে আছে একদল মানুষ
দূষণ খাচ্ছে দীর্ঘদিন - এদের ফুসফুস নেই
এদের জীবন নেই - এরা শহরপ্রেমি।