আমি বইতে পারি অনেক ভারী বোঝা
টেনে নিতে পারি পাথরের নিগড়,
কাপিয়ে ফেলতে পারি সুবিশাল গিরি।
তবে কিভাবে যেন একমুঠো ধূলো
আমাকে ফেলে দেয় গভীর অন্ধকারে,
এক ফোটা চোখের পানিতে হয়ে যাই বিপর্যস্ত।
সংসার নামক ছোট্ট সোনার কাঁকনটি
মনে হয় মহাবিশ্ব সমান ভার,
আর যে অশ্রুতে মাখামাখী_জানিনা ব্যাখ্যা তার।
আমি এখনো স্বপ্ন দেখা এক যুবক
আমি এখনো লেখি শত লাইনের প্রেমের কবিতা,
ইদানীং আমার পা_হাতকে থামায় আচানক
মনের পিঠে কড়া চাবুক মারে বিবেক।