কুয়াশায় ঢাকা কোন স্নিগ্ধ সকালে
যদি কোন দিন-
বনের পাখী বলে আমায় ডানা মেলতে,
আমি মনে ভেবেছি_
আমি উড়ে ফিরবো সেদিন এক চিলতে।
অমিত আবেগে ভেজা হাওয়ার কোলে
বিলীন হবো সত্যি-
কোলাহল ছেড়ে নিরাল মেঘালয়ে,
আমি শুধু ভাবি_
পূর্নতায় ফিরবো পূর্ব দিবালয়ে।
একাকী ঘাসের মাদুরে নদীর তীরে
বসি যখন বৈকালে-
বাকা চোখে তাকালে স্রোত যদি থামে
আমার আকুল প্রান_
হারিয়ে যাবে তার বাকে।
দিবা-রাতির প্রহরান্তরে তারপর যদি
মোহনায় পাক খেয়ে-
মিশে যাই নীল সমুদ্রের গহ্বরে,
আমার এ জীবন_
ধৌলিত হবে সুখের সুসারে।