নীলাঞ্জনা.....
হৃদয় আমার শূন্য হবে
মন আমার নিঃসঙ্গ হবে
যদি মনে না রাখো আমায় কখনও।

দু'চোখের পাতা বন্ধ হবে
দু চোখ আমার অন্ধ হবে
যদি তোমায় না দেখি কখনও।।

নিঃশ্বাস আমার বন্ধ হবে
হৃদয়ের স্পন্দন বন্ধ হবে
তোমায় যদি না পাই কখনও।

রক্ত সঞ্চালন বন্ধ হবে
দেহ আমার নিথর হবে
তুমি যদি হারিয়ে যাও কখনও।।

শূন্য হৃদয়ের মরন হবে
নিথর দেহের সমাধী হবে
যদি তুমি ফিরে না আসো কখনও।

শূন্য হৃদয় যেন পূর্ন হবে
নিথর দেহ যেন পরিপূর্ন হবে
যদি সমাধী দেখতে আসো কখনও।।

                                                (স্বরচিত)