তটিনী ধায় ছলাৎ ছলাৎ
হৃদে লাগে টান,
কূলের বাঁধন নাইরে তাহার
গায় কূল ভাঙার গান।

কারো ডাকে দেয়না সারা
একলা জীবন তার,
তাইতো সে রয় ঘর বিমুখী
বাঁধ মানেনা কার।

জোয়ার ভাটা খেলা সদাই
কখন ভাঙে ঘর,
এক নিমিষেই ভাসায় সবই
সবাই যেনো পর।