যদি হাতটি ধরিতে খুব ভালোবেসে
জীবন'টা হতো অন্য
বিষাদের ছোঁয়াটুকু লাগতো না গায়
হাত বাড়ালেই ছুঁতে পারতে অধরা স্বপ্ন আর বাস্তবতা
দেখিতে পেতে দূরের চন্দ্রাবতী সেও
পোষ মেনে নিয়ে র'বে আলিঙ্গনে মত্ত
যদি হতে তুমি এই জীবনের সত্য


যদি হাতটি ধরিতে খুব ভালোবেসে
বিস্তীর্ণ বেলাভূমির তপ্ততা হতো শীতল এক নিমিষেই
খুশীর জোয়ার এসে  
ভরিয়ে দিত শুকিয়ে যাওয়া নদী বুক
ফুলে ফলে ছেয়ে যেতো বাগান বাড়িটা
খলবলিয়ে উঠিতো সুপ্ত দিঘির যৌবন
যদি হতে তুমি এই ব্যথাতুর জীবনের একান্ত প্রমত্ত


যদি হাতটি ধরিতে খুব ভালোবেসে
বসতো না প্রজাপতি
আর কারো কুঞ্জবনে কিম্বা অন্যখানে
ঘুরে বেড়তাম ঐ সবুজের বুক ছুঁয়ে তেপান্তর মাঠ
রঙিন ডানায় চড়ে হারিয়ে যেতাম
নাম না জানা যে কোন কঠিন পথের নব আবিষ্কার হেতু
যদি হতে তুমি এই বাউণ্ডুলে জীবনের প্রিয় অনুরক্ত