দুঃখ বেচে ধনী হবার
হইছে বড় সখ,
চাইলে কেহ কিনতে পারো
নই'তো আমি ঠক।

রাজা টাজা নই'কো আমি
নই যে প্রতারক,
স্বল্প দামেই দুঃখ বিকাই
এটাই যে চমক।

কোন বিরহীর দুখের অভাব
আইসো আমার কাছ,
যতো প্রকার দুখ লাগে ভাই
রাখছি আমার পাশ।