তুমি কোথা থেকে আসো ?
কোথায় তোমার বাড়ি  ?
না পাই যদি উত্তর এবার
তোমার সাথে আড়ি


ভয় পায় তোমায় লোকে
ভিজতে চায় না জলে
কেও কেও আবার অপেক্ষা করে
তোমায় দেখবে বলে


নাম কি তোমার বৃষ্টি ?
নাকি জল প্রবাহ , ঝর্ণা ?
নেই কোনো লজ্জা,  নেই
কাপড়-চোপর ওড়না


সত্তিই মেঘে থাকো তুমি ?
নাকি অন্য কিছু  
এটাই যদি হয় সত্তি এবার
ছুটব তোমার  পিছু...