প্রিয়তমা তোমার মনে পড়ে?
খোলা আকাশের নিচে
কলেজ ক্যাম্পাসে
বৃষ্টি ভেঁজা কলেজ রোডে
বাস স্টপেজ ছাউনির নিচে
সেই দুষ্টু দুষ্টু মিষ্টি প্রেম।


প্রিয়তমা তোমার মনে পড়ে?
রজতরেখা নদীর বাঁকে
পড়ন্ত বিকালে,
এলোমেলো বাতাস বয়ে
সিঁথি কেটেছে তোমার চুলে
ছুঁয়েছিল আমায় সুগন্ধি
সেই সুভাষিত চুল।
আমি যেনো, আমি যেনো
তালমাতাল তোমার স্পর্শ পেয়ে।
তখনি  তোমার আলতা রাঙা পায়ে
বার বার ছুটে এসে বিলিন হচ্ছে
রোমাঞ্চিত সেই ঢেউ।


প্রিয়তমা তোমার মনে পড়ে?
জোৎস্না রাতে পুকুরপাড়ে
আম বাগানে গাপটি মেরে
বসে থাকা সেই দিন গুলো।
তোমার মেহেদী রাঙা হাত
ধরে দেখেছি চাঁদের আলো,
সময়টা দীর্ঘস্থায়ী করার জন্য
মিছিমিছি গণেছি আকাশের তারা।
আর বলেছি তোমায় আমি....!
তখন তখন তুমি যেনো,
লজ্জাপতি গাছের মত হয়ে গেলে।
তুমি বলে উঠলে কি বলবে বলো?
মনে হলো তুমি যেনো
ভোর সকালে অর্ধ ফুটন্ত ফুল,
হুম তুমি আগেই আঁচ করতে পেরেছিলে
আমি তোমায় ভালোবাসি।