কোথায় পাবো মানবতা?


মানবতার জন্য করেছি সংস্থা
তারপরও নেই কেনো মানবতা।
মানবতার নামে মানবতাবাদী করছে স্বার্থ হাসিল,
দিচ্ছে মায়াকান্নার মিথ্যে মিছিল।


কোথায় পাবো?পাবো কোথায় মানবতা?


সুশীল সমাজের অট্রলিকার থেকে
নাকি নামধারী সংস্থার থেকে
পাবো কোথায় মানবতা?
খোঁজ তরা খোজঁ, মানবতা আজ নিখোঁজ,
মানবতা হয়েছে অর্থ আর ক্ষমতার মুখে বেহুশ।
কবে ফিরবে মানবতার হুশ।
জল নয় দিয়েছি রক্ত
তারপরও কেনো তুমি অর্থের মুখে ব্যর্থ।


চোখ  খুলে দেখো মানবতা।


ঐ অট্রলিকার থেকে চিৎকার আসছে
গরম চটি ছেঁকা দগ্ধ কাজের মেয়েটির।
কাতরাচ্ছে বৃদ্ধা হাসপাতালের বারান্দায়
ঔষধের অভাবে,
অভাবে বাধ্য  হয়ে যৌনকর্মী তার মেয়েটি।
যাইনি সুশীল সমাজে, কাজের প্রার্থনা নিয়ে,
যদি পেতে হয় শাস্তি
একটি চায়ের কাপ ভেঙে ফেলার অপরাধে।


দেখো মানবতা দেখো চুক্ষু খুলে দেখো


রক্ষিত এলাকায় অরক্ষিত নারী
টিউশন করে ফিরছে আজ ধর্ষিত লাশ হয়ে বাড়ী।
তনুকে নিয়ে কত জন দিয়েছে মিথ্যে
প্রতিবাদী বাণী।
কিছুদিন না হতে না হতে থেমে গেছে
প্রতিবাদী সেই কাহিনী।
তনুর হত্যার বিচার হয়নি বলে ওবায়দুল
নিয়েছে সুযোগ,
রিশাকে করেছে সে খুন।
এবার কার পালা? নারীকে পরাবে ভোগের মালা,
নারীর দেহ নিয়ে খেলবে সাঁপলুডুর খেলা।
মানবতা হারিয়েছে কি এই অবেলায়
তবুও খুঁজবো আমি কোথায় আছে মানবতা।