স্বপ্ন ছিলো ডানা মেলে
উড়বো আকাশে
খেলা করবো এই গগণে
সেই গগনে পেতেছে মঞ্চ
ডিজিটাল কালো মেঘালয়।


ভষ্মিভূত কয়লার ছাই
উৎপন্ন গ্যাসের বায়ু
কেরে নিবে আমাদের আয়ু।
বন্ধ করো ঐ মৃত্যুর কূপ
ঐখানে রয়েছে মৃত্যুর দূত।


কিচিমিচি মিষ্টি ডাক
বিলিন আজ বাতাসে
বুমবুম শব্দ আজ ছড়াচ্ছে
আমারই সুন্দর ভবনে।
আমি সুন্দরবনের
সেই পাখির ছানা
আমায় হত্যা করিতে করিও মানা।


হেই পথিক............!
আমার কাকুতি শুনে
তুমি ভেবো না আমি দূর্বল
আমি কিন্তু আবাবিলের বংশধর।
পড়েছো তোমরা সেই ইতিহাস
আমায় নিয়ে করো না উপাহাস।
বাঁচার জন্য করবো লড়াই
পিছু হাটবে তোমরা সবাই।
পেতে চাই মুক্তি
ছুড়ে ফেলো ঐ চু্ক্তি।