তুমি গেয়ে ছিলে বাংলার স্বাধীনতার গান
তুমি যে শেখ মুজিবর রহমান।


জম্ম দিয়েছো তুমি আমায়
         নাম লিখিয়েছ বিশ্বের বুকে।
এঁকে দিয়েছো লাল সবুজের পতাকা
         আমার জন্য পারি দিয়েছো কতো না উপত্যকা।


বাধা দিয়েছো নরপশুদের পথে
          রক্ত দিয়েছো মাঠেঘাটে


তুমি প্রতিবাদ করে দিতে চেয়েছো তোমার আপন জান।


ভুলে যাই নি আমি, বলেছো তুমি
রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিবো।


তোমার সেই বজ্রকণ্ঠে জেগে ওঠে পুরো জাতি।
আমি পারবো কি ভুলতে রেসকোর্সের সেই স্মৃতি,
পারবো না ভুলতে সেই ১৫ই আগষ্টের কথা,
ঐটি যে আমার মৃত্যুজয়ী ব্যথা।


হে প্রিয়তম হে জনক...
তুমি বাংলার মুক্তিযুদ্ধের শেষ শহীদ
          তুমি যে বিশ্ব নেতা
তুমি যে বঙ্গবন্ধু
          তোমায় হারিয়ে হয়েছি আমি পঙ্গু।