কাশ্মীর, সিরিয়া, ইরাক
      নেই কিছু আর ফারাক,
মানবতা আজ বড্ড নির্বাক।
অত্যাধুনিক অত্যাচারীর নাই কোঁ ভাই  অভাব।
         কে দিবে তার জবাব???
রযেছে ভাই মেশিনগান, সর্টগান,
        নেয় সুধু মানুষের প্রাণ।
    
ধ্বনিত হচ্ছে অত্যাচারীর জয়গান
         নেই মানবতার আহ্বান,
মানব  দিচ্ছে তার অমূল্য প্রাণ
           মৃত মানবতার গান।


চারদিকে রঙিন শিউলী ফুল
           তা ভেবে আমি করেছি ভুল।
নয়ত ঐটি শিউলী তলা
            নিষ্পাপ দেহখানি হয়েছে ফালাফালা।


অবুঝ শিশু আজ হত্যার বলি
         মুখে নেই আজ মানবতার বুলি।


মানবতা আজ ঘুমন্ত
           নেই  কেউ জাগ্রত
পৃথিবীটা শশ্মান ক্ষেত্র।
        মানব আজ নিকৃষ্ট,
সন্তানহারা মায়ের বুক ভরা কষ্ট
         ভাইহারা বোনের আর্তনাদ কেঁপে উঠছে এই ভূ-পৃষ্ঠ।
  মানবতা আজ পথভুষ্ঠ
আরে ভাই......
                কে বুঝে কার ব্যথা
    নিষ্ঠুর এই মানবতা।