দুখ দিয়ে তুই দুরে ঠেলে, যতোই করিস পর,
বাবা আমি তোর-ই পাশে বাঁধবো তবু ঘর।
আষাঢ় মাসে বৃষ্টি নামুক, বৈশাখে হোক ঝড়,
নিদ্রাহীনেও থাকবো বসে ডুবুক দিবাকর।


হাওয়ায় যদি উড়ায় ছাউনি বাঁশের খুঁটি নর!
ভয় পাসনে! থাকবো পাশে, বাবার শুনবি স্বর।
অন্ধকারের ভয় যদি পাস হঠাৎ কাঁপায় ধড়,
জ্বালবো আলো অগ্নি-কুন্ড তৈরি রাখা খড়।


গুমট হাওয়ায় কবর মাঝে হয় যদি তোর জ্বর!
দৌড়ে যাবো বৈদ্যি বাড়ী হোসেন পুরের চর।
ঘুম ভেঙে তুই দেখবি আমায় বাবাই গৃহের 'পর
হাত ভরা মোর খেলনা খাবার তোর-ই প্রিয় সর।


১৯/০৪/২০২৪ ইং
ময়মনসিংহ।