রঙ করা মোর দেয়ালটাতে
রাতে মারলি চিকা,
সকাল বেলা পোষ্টার সাটায়
বাঁশটা দিলি পাকা।

বলি তোর ঐ নবাবজাদা
নেতার কেমন ঘিলু?
দেখলো কেবল আমার দেয়াল
মাইক মাষ্টার দিলু!

ছালাম তো সে ডেইলি পারে
দিতে পথের ধারে,
ধন্যবাদ তার চাইছে কে রে
আমার দেয়াল ধরে?

চান্দা কি সে কম পেয়েছে
হাজার দিলাম শীতে,
তবুও কেনো মারলি চিকা
শ্রম টা দিলি ফ্রিতে?

৩০/১১/২০২৩
উত্তরা, ঢাকা।