শূন্যে ভেসে দুঃখ খুঁজি
খুঁজি বারীশ ঢল,
কোথায় খোদা কখন ঢালেন
কার চোখেতে জল।

মেঘের ভেলায় মনটা ভিড়ায়
রোদের করি ছল,
সকাল বিকাল নিত্যি ডাকি
শূন্য তবুও ফল!

১১/০৭/২০২৩
ভেলোর, ভারত।