মাঠা গুলে মাথা তুলে
খেয়ে নিস নিক্কা,
দুরে এসে সরে গিয়ে
গায়ে দিস ধাক্কা।

কটু কথা কানে গেলে
টেনে ধর চাক্কা,
জামা ধরে কানে মলে
কথা বল চুক্কা।

লাঠি দিয়ে মশা মেরে
মনে ভাব ছক্কা,
পাজি হয়ে গাজী ধরে
নিলি দান পাক্কা।

বুঝে এলে হাজী হয়ে
শেষে যাস মক্কা,
বৃথা যাবে কথা বেচা
যদি পাস অক্কা!

২১/০৯/২০২৩
গাজীপুর চৌরাস্তা।

চুক্কা - মানে টক। এখানে বাঁকা অর্থে ব্যবহৃত।