. শিমের মাচায় ফড়িং বসে
     নাচছে তিড়িং বিরিং,
খোকা যে তার লেজ ধরেছে
     খুশিতে তা ধিনধিন!

.  ফুলের ডগায় প্রজাপতি
     যেই-না খাচ্ছে মধু,
অমনি ধরে বোতল ভরবে
     ফসকে যাচ্ছে শুধু।

শালিক ধরার ফাঁদ পেতেছে,
      মোরগ দিচ্ছে হানা,
  বক পাখিটা চায় না খেতে
     মজার যে নয় খানা।

জোনাক পোকা পকেট ভরা
      কেমন থাকে জ্বলে,
  খোকার ইচ্ছা রাত্রি হলেই
      পরী টা যাক বলে।

০৪/১০/২০২২
চট্টগ্রাম।