রাজনীতি এক রঙ্গ শালা
স্কুলের বিরাট মাঠ,
নেতারা সব দেয় বক্তৃতা
আমরা শিখি পাঠ।

দেশটা যখন ঢুকরে কাঁদে
ঝরায় অশ্রু পাত,
লাঠি হাতে আকাশ ছেয়ে
শকুন ঘনায় রাত।

উই পোকাতে খাচ্ছে শরীর
একটু একটু ধর,
অভয়ে যে হাতটা বাড়ায়
সঙ্গে আনে ঝড়!

আমরা হলাম চুনোপুঁটি
মৃত্যুতে নাই শোক,
বুঝি সব-ই সব হারিয়ে
নেতার মুখের শ্লোক।

২১/০১/২০২৩
চট্টগ্রাম।