বাবা তোমার রাজকন্যা টা
ভয়কে রাখে পিছে,
রাত-বিরেতেও ন্যাঁকা কান্না
আর করে না মিছে।

বায়না ধরার মেয়ে তোমার
আর খুঁজে না কাঁধ,
মাছের কাঁটাও আর বিঁধে না
চোখেও দেয়া বাঁধ।

পোড়ার ভয়ে মেয়ে তোমার
যে মাড়ায়নি হেঁসেল,
মাছের গন্ধেও নাক সিঁটে না
আজ নিত্য করে খেল।

ময়লা জমা নোংরা জামা
যার চোখেতে বিষ,
সেই সে এখন মাটিয় মিশে
বুনে ধানের শীষ।

বাবা তোমার রাজকন্যা টা
এখন কারো রাণী!
মাঝ রাস্তায় যে যায় না ছেড়ে
দেয়না ঝরতে পানি।

২৮/০৪/২০২৩
ময়মনসিংহ।

(সম্মানিত কবি, এই কবিতার দূর্বল দিকগুলো মন্তব্যে তুলে ধরলে সত্যি খুশি হবো। অগ্রিম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।)