শান্ত, অচঞ্চল, স্নিগ্ধ জলরাশি;
ভাসিছে শ্বেত হংস স্বচ্ছ সরোবরে;
ডাকিছে কেতকী নীড়ে,
গাইছে সারসী,
দুলিছে মলয় বায়ে ক্লান্ত অটবি
শ্যামল বিপিন বনে।
দিন হয়ে এলো শেষ-
সন্ধ্যা এলো, এলো সন্ধ্যা তারা
বক্ষ মাঝে পূণঃ বাজে তেইশ বৎসরের বেদনা।