তোমায় বিনে এ প্রাণ ছিলো একা-
আজ এখানে তোমার পেলাম দেখ।
             ও আমার ঘনা দাদা।


নয়ন আমার তোমার পথে চাহি,
দিন কেটেছে তোমার কথা ভাবি।
সূর্যি গেলো গভীর অস্তাচলে
আমি হেথা বসে তোমার পথে,
কাটিয়েছি দিন কাটিয়েছি কত রাত
তোমার সাথে হয়নি মোর সাখ্যাত।


আজ পেয়েছি ছাড়ব না আর ওরে
সঙ্গী হবো তোমার চলার পথে,
দুজন মিলে করবো মারামারি-
পিঠে তোমার পড়বে লাঠির বাড়ি
কিল ঘুষি যা পেটে তোমার সয়
সবই দেবো করবো না সংশয়।