আমি চেয়েছিলাম তোমায়
                      বসন্তের  কোকিল বেশে,
তাইতো তুমি আমাকে বুঝেছিলে
                     সর্বনাশী হুতুম পেচা বলে।


আমি চেয়েছিলাম তোমায়
         বর্ষার কলকল না থামা জলের শব্দে,
কিন্তু বুঝেছিলে আমায় তুমি
                     সর্বগ্রাসী পদ্মা বলে।


আমি চেয়েছিলাম তোমায়
        বৈশাখের আম কুড়ানো ঝড়ের বেশে;
কিন্তু সে বারেও তুমি আমায় ভেবেছিলে
                            কালবৈশাখী বলে।


আমি চেয়েছিলাম তোমায়
                       গোলাপের বেশে,
তুমি ভেবেছিলে আমায়
                 কষ্টদায়ক কাঁটা বলে।


আমি চেয়েছিলাম তোমায়
                 শাপলা ফুলের বেঁশে,
তুমি ভেবেছিলে আমায়
             জলে ডোবানোর প্রলোভন বলে।


আমি চেয়েছিলাম তোমায়
                   বৃষ্টিতে ভেজাব বলে,
কিন্তু তুমি আমায় ভেবেছিলে
     সর্দি - কাশি, নিউমোনিয়ার জনক বলে।


আমি জানি তুমিও আমাকে ঠিকই বুঝতে,
      কিন্ত বুঝলে ভূল সেদিনই যেদিন
বশ হয়েছিলে তুমি হিংসুটের হিংসা বানে।


কতবার বুঝিয়েছিলাম তোমায়
            সবই ছলাকলা, সবই কারসাজি,
ততোবারই মেনেছো তুমি হিংসুটেরই বাণী
         আর মূল্যহীন হয়েছি শুধু মাত্র আমি।


আমি আরো জানি বুঝবে সেদিন তুমি,
    যে দিন বোঝাতে যাবোনা আর তোমায় আমি।
তখনই বুঝবে তুমি, কতটুকু ভালবেসেছিলাম
             তোমায় আমি।  


" আমি জীবনে প্রথমবারের মতো কবিতা লিখলাম এবং আপনাদের সাইটে প্রকাশ করলাম। সম্পূর্ন নতুন লেখক হিসেবে যদি আমার কবিতাটিতে কোন প্রকার অসম্পূর্নতা থাকে তবে,আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।"