আ’জো বাতাসে ভাসে বারুদের গন্ধ।
একটি একটি করে সহস্র বুলেট বিধঁলো-
ওদের নরম বুকে,
"ভাষা" তোমার দাবীতে ।
“রাষ্ট্র ভাষা বাংলা চাই”
এটা যেন শুধু একটি স্লোগান নয়,
মুক্তির এক মহান ধ্বনি।
আর সেই ধ্বনিতে প্রতিধ্বনিত হয়ে,
মুখরিত হয়েছিলো, জাগ্রত হয়েছিলো-
শত প্রতিবাদীর ঘুমন্ত বিবেক ।
জেগে উঠা বিবেক গুলো শরিক হয়ছিলো,
মৃত্যুর এক আনন্দ মিছিলে।
জানা ছিলো না ওদের জীবন আর কতদূর।
বাড়িতে পথ চেয়ে থাকা বৃদ্ধা মা,
সদ্য বিয়ে হওয়া নতুন বধু,
যার সাথে ভালো করে কথা বলাও হয়নি।
কারো আবার ভরা যৌবন,
মনে সঞ্চিত সাঁড়ি সাঁড়ি স্বপ্নের স্তুপ।
হঠাৎ করেই বিকট স্বরে কেঁপে উঠল-
ধরিত্রীর স্থল ভাগ।
বুলেটের অদ্যম গতিতে,
জীবনের গতি হার মানল।
রাজপথ রঞ্জিত হলো ,
পাষানের আঘাতে ।
নিথর রক্তাক্ত দেহ-
পরে রইল রাস্তার চারিপাশে ।
থেঁতলে গেলো হা-পা- মাথা,
গুলি খেয়ে পড়ে যাওয়া কোন এক যুবক –
সবটুকু শক্তি একত্রিত করে মাথা তুলতেই,
চিরতরে পদপৃষ্ট হলো সব আশা।
তবু রচে গেলো-
সোনার বাংলা, অমর দেশমাতৃকা।।