পাঁচু হালদার দেখি, বসে দরজায়,
জিজ্ঞাসিল ভোট বাবু , কেন সে হেথায়?
চাকর বলিল বাবু, কাল রাতে ঝড়ে,
ঘর তার গেছে ভেঙে, চাল গেছে উড়ে
বাবু বলে সব জানি, কি করবো তায়?
তারা আমার ভোটের এলাকার নয়।
যদিও ওরা ঘরেতে, করে দাস বৃত্তি,
ভোটের বেলায় কড়া, দয়া নেই রত্তি।


সকাল বেলায় পড়ি, শুধু ঝামেলায়,
দিলি সব পণ্ড করে, গেলতো  সময়!
কেউ যদি আসে দ্বারে, শোন খুলে কান,
এলাকার লোক কিনা, আগে শুধু জান।
চাকর ভাবছে ভোট তবেকি নিকটে?
এলাকার কথা ভেবে বাবু যান চটে।