এক মুঠো তেজ উষ্ণতা দিও
   নগ্ন শিশুটাকে,
ফুটপাথ রয় যার ঠিকানা
   রিক্ত আগামি বাঁকে।


বিচার দিও ছুড়ে দেওয়া সেই
   ধর্ষিতার লাশটাকে,
হিম ঘুমে আজ থেকোনা সমাজ
   প্রতিবাদ উষ্ণতা আঁকে...


ঔরসেরঐ নিষ্পাপ শিশু
   ভরুক মমতায়,
বাহির পথে সূর্যর বাণী
   বুকেতে যেন ছড়ায়।


উষ্ণতা দিও একুশের গায়ে
   ওরা বহ্নি ফুলকি,
লিখে দিও মাথে আদর্শ গান
   সমাজ চলবে দুলকি।


উষ্ণতা দিও মৌন মিছিলে
   উদভ্রান্ত পিতৃ চোখে,
সন্তানের লাশে হিম হৃদয়
   ব্যকুলতা যন্ত্রণাকে...


অন্তর হতে প্রতিবাদের
   উষ্ণতা ছড়িয়ে রবে,
মানব বলয়ে বাঁচবে পৃথিবী
   দানব নিধন হবে!


একমুঠো উষ্ণতা চাইগো
   হিম ঘুম নয় আর,
তোমার উপর ন্যস্ত যেনো
  পৃথিবীর মহাভার।


উৎপীড়িতের কান্নায় মাখা
   ক্ষোভ উঠুক জ্বলে,
অত্যাচারীর খড়্গ কৃপাণ
   দাও জ্বালিয়ে ফেলে।


সন্ধ্যা দীপের উষ্ণতাটুকু
   দূর দিগন্তে গায়,
প্রত্যশারঐ নতুন ভোরে
   সুস্থ সমাজ ধায়।


আসবে আবার শান্তির ধরা
   সৃষ্টির মহানন্দে,  
সূর্য রোদ মাখবো সবাই
    দেশ মাতাগো বন্দে।