কয়লার মতো কালো,বৌ আমার হলো,
কেমনে সাথে সুন্দর, সেলফি তুলবো?
পথে নিয়ে যেতে তাকে, খুব লজ্জা হয়!
বাপের বন্ধুর মেয়ে, তাই বাধ্য হায়!
সেলফি বয়ের হাল, মাটিতে মিলায়।
তাকে ঘিরে সব দর্প, চূর্ণ হয়ে যায়।
পতি সেবা ধর্ম তার, করে খুব ভক্তি।
ভালোবাসা নাহি চায়, নেইতো আসক্তি।


মা যখন হতে যাবে, সন্তানের মোর।
কেমন যেন দুশ্চিন্তা, এসে করে ঘোর।
বুকের বাঁ দিকটায়, চিনচিন করে!
অজান্তে গভীর ব্যথা, মন শুধু ঘিরে।
জন্ম দিয়ে চলে গেল, ওপারের পথে!
কাঁদি অনুশোচনায়, স্মৃতিদের সাথে।