যদি আবার জন্ম হয়,
যদি আবার কখনো ফিরে আসি!
এই পুরোনো মাটির পৃথিবীতে,
আবার তোমাকেই পাবো সাথে!
এলোমেলো মন নিয়ে তুমি
আবার ভালোবেসো আমায়!
হবো তোমারই যুগে যুগে...
আমরা জীবন যুদ্ধে এগিয়ে চলেছি,
সত্যের পথে পাশাপাশি হেঁটেছি।
জানিনা কে প্রথম যাবে চলে,
ঐ অজানা দিগন্তের ওপারে...
যদি আমি যাই চলে,
সব কিছু পিছে ফেলে,
তোমাকে একা রেখে,
ভেবো আমি আছি
তোমার হৃদয়ের ঠিক পাশে...
তুমি পাইন গাছের দরজায় এসে
বসবে অনন্ত নীলের কাছে,
পড়ন্ত বিকেলের হলুদ রোদে
মেলে রাখবে তোমার উদাসী দৃষ্টি!
সমুদ্রর কাছে কয়েকটা ঢেউ
আমি চেয়ে নেবl
তোমার পা ধুইয়ে দেব!
অথবা ক্লান্ত  বিকেলের আকাশ
মনে করিয়ে দেবে আমাকে।
ঠিক তখনই আমার কবিতা খাতার
সব পাতাগুলো উড়িয়ে দেবো!
সন্ধ্যার আকাশের গায়ে।
একবার কল্পনায় তুমি ভেবো
পাতাগুলো যেন প্রজাপতি!
রংবেরংএর পাখার ঝাপট দিয়ে
তোমাকে খুশীতে ভরিয়ে দেবে।
আমাকে খুঁজে পাবে তুমি!
যে রাতে অমাবস্যা থাকবে,
তুমি গভীর কালোতে হারাবে,
দূরে একটা জোনাকি এসে,
তার বুকের সব আলো দিয়ে,
তোমাকে ভরিয়ে দিয়ে যাবে...
সে রাতে আমি এসেছিলাম!
তোমার দুহাতের শ্রেষ্ঠ স্পর্শ
লাগবে  আমার হীম দেহে যেদিন।
আমার পাথর চোখের দৃষ্টিতে,
কিছুটা হাসি তখনও লেগে থাকবে!
প্রিয় রজনীগন্ধার সজ্জায়,
সাজাবে যত্নে আমাকে,
তোমার আনমনা মনে
ধূপের ধোঁয়া হয়ে ছুঁয়ে যাবো...
যদি আবার জন্ম হয়...
যদি আবার কখনো  ফিরে আসি,
আমি তোমারই  হবো!