কালিকাপ্রসাদ গেল, অনন্তের মাঝে!
ডেকে নিল ওই পার, তাকে কোন কাজে!
একতারা  একা আজ, ছলছল চোখে।
জানায় নোনা বেদন, নির্ভেজাল শোকে।
প্রভু তার হারালো যে, স্মৃতি মধু ভরা!
একা করে গেলো চলে, ছিল বুঝি তাড়া।
ভাণ্ডার জ্ঞানের তার, বিলিয়ে সবারে।
এসেছিল হাসি মুখে, দুদিনের তরে।


পথ মাঝে অঘটন, তার কেটে গেল!
চির চেনা পথ ধরে,  ধুলায় মিলালো!
বসন্তের রথ ছিল, দুয়ারে  দাঁড়ায়ে!
সুরের বসন ঢেকে, গেল সে কাঁদায়ে।
গানের  মূর্ছনা তব, যত্নে হৃদে তুলে!
অক্ষয় হলেযে তুমি, এই ধরা তলে।