প্রতিবাদ মাথা কুটে, ভারাক্রান্ত বুকে।
মনুষ্যত্বহীন রোগে, সমাজটা ধুকে।
মাতৃত্ব ব্যাথার পাশে, ভিখারী দাঁড়ায়।
উন্নত সমাজ চোখে, অন্ধত্ব জানায়।
নারী দিবসের পোষ্টে, মিছরির কথা!
মনের ছুরিকা সদা, জাগে দিতে ব্যথা!
বিবস্ত্র নারীর আর্তি ভরে রাস্তা গলি।
ধর্ষক পিছনে তার, আগে কৌতূহলী!


নারকীয় উল্লাসেতে, মেতেছে সমাজ!
অগ্রাসী অসুখ ভরে, করে শুধু রাজ!
জেগেও ঘুমায় শুধু, চোখে স্বার্থ ঠুলি।
বধির হয় সমাজ, কর্তব্যকে ভুলি।
আঁধারেতে জমে শুধু,  কান্না হাহাকার।
কোন বিদ্যুতের অসি, ভাঙবে আঁধার?