হাজার খুশির দিনগুলো
   কোথায় বয়ে গেলো,
আজকে শুধু দূরের থেকে
   করিস তোরা  ফলো।


বন্ধুরা সব আয়না আবার
   গাই মোরা সাথে,
বাকি যখন আরকটা দিন
   আছে পড়ে পথে।


পথ চলতে তোদের কথা
   পরে শুধু মনে,
জীবন পথে পুরোনো গান
   গুনগুনায় প্রাণে।


ছোট্ট বেলার আড়ি ভাব
   আজকে তুলে রাখি,
আজকে শুধু নেড়ে চেড়ে
   পুরোনো সব দেখি।


কবিতা তোদের শোনা হয়নি
   অনেক দিন ধরে,
ইচ্ছে করে শুনবো আবার
   তোদের মতন করে।


কবিতার  রঙগুলো সব
   নদীতে গুলতাম,
কিছু পাঠিয়ে আকাশ পারে
   বাকিটা মাখতাম।


আর একটু এগিয়ে এলেই
   আছে মোদের হাত,
বন্ধু মোরা আয়না তোরা
   খেলবো সবাই সাথ।


কবিতা মাঝে খেলবো সবাই
   কবিতার হার পরবো,
কবিতার মাঝে দুলবে জীবন
   সুন্দর পথ গড়বো।


কবিতা প্রেমিক সবাই মোরো
   ভুলিনি সব কিছু,
অহংকারের প্রাচীর শুধু
   পথে নেয় পিছু।


সবাই মোরা সবাইকে আজ
  দেখি কাজের ফাঁকে,
যেমন মোরা দেখি সবাই
   ভেলকিওয়ালাকে।



কবিতাটি আমার কিছু পুরোনো বন্ধুকে উৎসর্গ  করলাম।