নারীরে তোর জীবন, বড়ই রঙিন!
ছন্দে ছন্দে ভাঙে গড়ে, ঠিকানাটা ক্ষীণ!
জন্মতে নেইতো খুশি, বুঝিস নীরবে।
ভ্রুণ হত্যা নিত্য কথা, বোঝা তোকে ভাবে।
যে দুর্গার পদতলে, অসুর লুটায়!
সে দুর্গার নিত্য ক্ষয়, সমাজ ঘটায়!
সমাজের নাগপাশে, বড়ই দুর্বল!
করিসনাতো আঘাত, হয়েও সবল।


যাকে দিবি ব্যথা আজ, সেতো তোর ভায়
কভু পিতা, প্রিয় বন্ধু, তাই ভয় হয়!
আয়না নারী সবাই, সমতা যেথায়।
হাত ধরে চল স্বর্গ,  প্রতিবাদে নয়!
শুষ্ক মরুভূমি মাঝে, থাকনা সমাজ!
তারাই সুখের ঘরে, করুক বিরাজ।