লাল নীলে  তুমি আমি, সহস্র ফাল্গুনি!
জোছনার বুকে জাগা, তৃষিত যামিনী!
মুঠো ভরা প্রেম ছিল, চোখে ছিল বন্যা!
ধরা পরে গিয়েছিনু, লাজে ভরা কন্যা।
কাছে এসে ছুঁয়ে দিলে, আবির ঝরালে!
হাজার রঙেতে মোর, হৃদয় ভরালে।
বাতাসের কানে বুঝি, প্রেম বলে কথা!
ফুলের পাপড়ি দিয়ে, ঢাকে নীল ব্যথা!


আজ কোনো কথা নয়, রঙ শুধু রঙ!
জীবনের রঙ্গ মঞ্চে, সেজে শুধু সঙ!
সব দ্বার খোলা রবে,  নয় আবডাল।
আকাশের নীলগুলো, গড়ে মায়া জাল!
ঝুলনা টাঙানো রয়, হৃদয়ের মাঝে।
খুশিতে মেতেছে মন, রঙ ভরা সাজে।