আগ্রাসী বসন্ত সুখ, পৃথিবী গিলেছে!
প্রজাপতির তৃষ্ণায়, সুন্দর সেজেছে!
পাতায় পাতায় বাজে, ফাগুনের বীন!
বনতলে খুশি জাগে, মন উদাসীন!
জাগ্রত বসন্ত নিয়ে, রঙের আগুন!
মৌমাছিরা খুশি বনে, করে গুনগুন।
রাঙা দোলে মেতে ওঠে, পলাশ শিমুল!
দিগন্তে সুদূরে আঁখি, হয় পথ ভুল!


ফুলের রেণুর মাঝে, বসন্ত পবন,
ছড়িয়ে আবীর সুখ, মেতেছে গগন।
দখিন দুয়ার বুঝি নিদ্রাহীন বসে!
তোমার প্রতীক্ষা কবি, রাত দিন শেষে।
মাতাল হাসনাহেনা,রঙিন প্রভাত!
দেখো অপেক্ষায় ঐ, পূর্ণিমার রাত।