পৃথিবীতে এলে যবে অচেনা ধুলায়,
ছিল সুন্দরের রূপ, ছড়ায় ছিটায় ।
যে বাণী ছিল অচেনা, গেঁথে দিলে মালা।
পরালে রুক্ষ জীবনে, মুছে বক্ষ জ্বালা!
সিক্ত হলো এই মাটি, পেয়ে নব দান।
স্বর্গ ভ্রষ্ট দেব দূত, ছুঁয়ে গেলে প্রাণ।
নব সৃষ্টি সোপানেতে শুধু বয়ে চলে!
কে তাহারে রূপ দেবে, নিখিলের তলে?


তোমার সৃষ্টির ছায়া,  অহরহ ঢাকে,
তোমার বাণীর ছন্দ, জীবনকে আঁকে।
এ মাটি প্রতীক্ষা করে,দুবাহু বাড়ায়ে!
তোমার গানের সুর, জীবনে ছড়ায়ে।
তোমার জ্ঞানের দীপে, ভরিয়ে হৃদয়।
শত শত সাল গুলো,বহে পার হয়।